The news is by your side.

কাঁচা মরিচের দাম নেমে এসেছে ১৫০ টাকায়

0 134

ভারত থেকে আমদানির পরেই রাজধানী ঢাকার বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দাম কমতে শুরু করেছে। ইতোমধ্যে পাইকারি দরে কেজিতে দাম নেমে এসেছে ১৫০ থেকে ২২০ টাকার মধ্যে। খুচরা পর্যায়ে আড়াইশ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

সোমবার রাজধানীর কাওরান বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। যেখানে গতকাল কাওরান বাজারে কেজিতে বিক্রি হয়েছিল ৩৫০ থেকে ৪০০ টাকায়। কিছুদিন আগেও দাম উঠেছিল ৬০০ টাকায়।

মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচদিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। প্রথম দিনেই ৬টি ট্রাকে ৬০ টন কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকেছে। পর্যায়ক্রমে আরও কাঁচা মরিচ আসবে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, মরিচের দাম আরও কমে আসতে পারে। আজ থেকেই কাঁচা মরিচের কেজি ১৪০-১৫০ টাকায় বিক্রি হতে পারে।

কয়েকদিনের ব্যবধানে দেশে কাঁচা মরিচের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচ ৮০০ থেকে ১ হাজার টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.