The news is by your side.

জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে শ্রীলঙ্কা

0 132

 

জিম্বাবুয়েকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল শ্রীলঙ্কা। শনিবার ব্যাটে-বলে তাদের নাস্তানাবুদ করে দাসুন শানাকারা পৌঁছে গেল বিশ্বকাপের মূল পর্বে। ১০১ বল বাকি থাকতে ৯ উইকেটে জিম্বাবুয়েকে কার্যত উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ লঙ্কা ব্রিগেডের ভারতে আসাটা নিশ্চিত হয়ে গেল।

রোববার বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিংয়ে নেমে মাহিশ থাকসেনার অফস্পিন আর দিলশান মাদুশঙ্কার গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ৩২.২ ওভারে ১৬৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক শেন উইলিয়ামস। শ্রীলংকার হয়ে থাকসেনা শিকার করেন ২৫ রানে ৪ উইকেট। ৫ ওভারে মাত্র ১৫ রানে ৩ উইকেট নেন মাদুশঙ্কা।

জবাবে ওপেনার পাথুম নিসাঙ্কার সেঞ্চুরিতে ৩৩.১ ওভারে ১ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা জয় নিয়ে মাঠ ছেড়েছে। দারুণ শুরু করা শ্রীলঙ্কা ওপেনিং জুটিতে যোগ করেছে ১০৩ রান। দিমুথ করুনারত্নে ৩০ রানে ফিরলে ভাঙে জুটি। তার পর জয় পর্যন্ত সঙ্গ দেন কুশল মেন্ডিস। তিনি ২৫ রানে অপরাজিত ছিলেন। নিসাঙ্কার ১০২ বলের সেঞ্চুরিতে ছিল ১৪টি চার।

Leave A Reply

Your email address will not be published.