ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলবাহী জাহাজে আগুন লেগে দগ্ধ হয়েছেন ৪ জন। এ ঘটনায় এখনো ৭ জন নিখোঁজ রয়েছে।
শনিবার (১ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে হঠাৎ জাহাজে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে।১৫ লাখ লিটার তেল ধারণ ক্ষমতার জাহাজটিতে ১১ লাখ লিটার ডিজেল ছিল। ঝালকাঠিতে কোনো নৌ ফায়ার ষ্টেশন নাই। ফলে জাহাজের কাছ থেকে আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ এবং দ্রুত ঘটনা স্থলে যাবার সরঞ্জাম না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়েছে।
ঝালকাঠি পদ্মা অয়েল কম্পানির কর্মী আব্দুস সালাম জানান, সাগর নন্দিনী-২ জাহাজটি প্রায় ১০ লাখ লিটার পেট্রল এবং ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করে।
শনিবার বিকেলে জাহাজটি দিয়ে তেল খালাস করার কথা ছিল। বর্তমানে জাহাজটির ইঞ্জিন রুমের তলা ফেটে আস্তে আস্তে জাহাজটি ডুবে যাচ্ছে।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিতুল ইসলাম বলেন, জাহাজে অগ্নিদগ্ধদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন চারজন। তাদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।