The news is by your side.

চলচ্চিত্রে ফিরছেন নায়িকা শাবনূর,নিজেকে ফিট করার জিম করছেন!

0 732

 

 

আর অপেক্ষা নয়; শিগগিরই বড় পর্দায় দেখা যাবে এক সময়কার সবচেয়ে জনপ্রিয় নায়িকা শাবনূরকে।

মুটিয়ে গেলেও নায়িকা হয়েই অভিনয়ে ফিরছেন শাবনূর। সে জন্য নিজেকে ফিট করার নিরন্তর সাধনা চালিয়ে যাচ্ছেন ঢালিউড সুদর্শনী।

জাজ মাল্টিমিডিয়ার ‘কাঁটাতারের বেড়া’ ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন শাবনূর।

প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে একজন অস্ট্রেলিয়ান পুষ্টিবিদ ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে এই সিনেমার জন্য তৈরি করছেন শাবনূর। নায়িকা তৈরি হলেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে সিনেমাটিতে শাবনূরের বিপরীত কোন নায়ক অভিনয় করবেন, সেটি চমক হিসেবে রাখছে জাজ মাল্টিমিডিয়া।

২০১২ সালে ঢাকাই সিনেমার নায়ককে বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। কিছু দিন পর জানা যায়, শাবনূর মা হয়েছেন।

 

 

Leave A Reply

Your email address will not be published.