The news is by your side.

দুর্যোগের কবলে জরুরি অবতরণ হেলিকপ্টারের,  আহত মমতা বন্দ্যোপাধ্যায়

0 233

 

অল্পের জন্য হেলিকপ্টার দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি থেকে বাগডোগরায় ফেরার সময় ঝড়-বৃষ্টির কবলে পড়ে মমতাকে বহন করা হেলিকপ্টারটি। পরে ভারতীয় সেনার সেবকের বিমানঘাঁটিতে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করা হয়। এ সময় দ্রুত নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত পান মমতা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ফোন করে মমতার খোঁজ-খবর নিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

পশ্চিমবঙ্গের সচিবালয় সূত্রে জানা যায়, সেনা এয়ার বেসে জরুরি অবতরণের সময় কর্তৃপক্ষের থেকে আলাদা করে অনুমতি নিতে হয়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে, আর অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করেননি পাইলট। এরপর সেবক থেকে সড়কপথে বাগডোগরা পৌঁছান মমতা। সেখান থেকে বিকেল ৪টা ৩৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে যান তিনি। বাইরে মমতার জন্য অ্যাম্বুলেন্স রাখা হয়েছিল। তবে নিজের গাড়িতেই রওনা দেন মুখ্যমন্ত্রী।

এ সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কেমন আছেন। গাড়ির সামনের সিটে বসে সাংবাদিকদের উদ্দেশে না সূচক হাত নাড়েন মমতা।  এরপর গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই মুহূর্তে পায়ে ও কোমরে মমতা প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তাই চোট কতটা গুরুতর খতিয়ে দেখবেন কলকাতার চিকিৎসকরা।

Leave A Reply

Your email address will not be published.