The news is by your side.

কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি মস্কোর

সংকটের মুখে আফ্রিকা: খাদ্যের দাম বাড়বে, অনাহারে থাকবেন লাখ লাখ মানুষ

0 145

কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে রাশিয়া। এই চুক্তির সমাপ্তি হলে সবচেয়ে বড় ধাক্কার মুখোমুখি হতে হবে হর্ণ অব আফ্রিকার দেশগুলোকে।

সোমবার জাতিসংঘের কর্মকর্তারা এমন আশঙ্কার কথা বলেন। এমন হলে অঞ্চলটিতে খাদ্যের দাম আরও বাড়বে এবং অনাহারে থাকবেন আরও লাখ লাখ মানুষ।

হর্ণ অব আফ্রিকার দেশগুলো হলো ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি, সুদান, কেনিয়া ও দক্ষিণ সুদান। চলতি বছর পর্যাপ্ত বৃষ্টির কারণে দুর্ভিক্ষ থেকে রক্ষা পেলেও এখনও খাদ্য সংকটে রয়েছে অঞ্চলটির এই ৭টি দেশের প্রায় ৬ কোটি মানুষ।

বিশ্ব খাদ্য কর্মসূচির ঊর্ধ্বতন কর্মকর্তা ডমিনিক ফেরেটি বলেন, ‘কৃষ্ণসাগরীয় চুক্তির মেয়াদ না বাড়ালে মারাত্মক প্রভাব পড়বে পূর্ব আফ্রিকার দেশগুলোতে।’ তিনি আরও বলেন, ‘অনেক দেশ ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল। চুক্তি শেষ হলে খাদ্যের দাম যথেষ্ট পরিমাণে বাড়বে।’

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কৃষ্ণসাগরীয় শস্য চুক্তিতে সই করে রাশিয়া। চুক্তির মেয়াদ চলতি বছরের ১৮ জুলাই পর্যন্ত। মস্কো বলছে, রুশ শস্য ও সার রফতানিতে প্রতিবন্ধকতা থাকলে চুক্তি থেকে বেরিয়ে যাবে ক্রেমলিন।

গত ৩ বছরে সোমালিয়া, দক্ষিণ সুদান ও কেনিয়ার প্রায় ১ কোটি ৪ লাখ শিশু তীব্র অপুষ্টির শিকার।

 

Leave A Reply

Your email address will not be published.