The news is by your side.

শ্রীলঙ্কাকে সহায়তায় এগিয়ে এল বিশ্বব্যাংক ও আইএমএফ

0 130

আন্তর্জাতক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে বিশ্বব্যাংক। মন্ত্রীপরিষদের অনুমোদনের পর মঙ্গলবার বিশ্বব্যাংকের সঙ্গে ৫০ কোটি ডলারের বাজেট সহায়তার চুক্তি সই করবে দেশটি।

গত ৭০ দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। চরম সংকটে গতবছর ২ কোটি ২০ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্র নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এরপর চলতি বছরের মার্চে দেশটিকে ঘুরে দাঁড়ানোর জন্য ২৯০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়া শুরু করে আইএমএফ।

ধারণা করা হচ্ছে, চলতি বছর দেশটির অর্থনীতি আরও ২ শতাংশ সংকুচিত হবে। তবে আগামী বছর থেকে আবার দেশটির প্রবৃদ্ধি শুরু হবে বলে আশা করা যায়।

শ্রীলঙ্কাকে বাজেট ও উন্নয়ন সহায়তায় মোট ৭০ কোটি ডলারের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংক। এরমধ্যে ৫০ কোটি দিচ্ছে বাজেট সহায়তায় এবং বাকি ২০ কোটি দেবে দেশটির উন্নয়ণ প্রকল্পের জন্য।

শ্রীলঙ্কার সরকার জানিয়েছে, দুই ধাপে এই অর্থ দেবে বিশ্বব্যাংক।

Leave A Reply

Your email address will not be published.