The news is by your side.

জাপান ও তাইওয়ানের আকাশে চীনা নজরদারি বেলুন

0 95

জাপান ও তাইওয়ানসহ এশিয়ার আকাশে নজরদারি বেলুন উড়িয়েছে চীন। বিবিসি প্যানোরমার অনুসনন্ধানে এর প্রমাণ মিলেছে।

জাপান তাদের আকাশসীশায় একাধিক বেলুন ওড়ার তথ্য নিশ্চিত করেছে এবং এগুলোকে গুলি করে ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছে।

বিবিসির পক্ষ থেকে প্রমাণ উপস্থাপন করা হলেও চীন তা স্বীকার করেনি।

বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় চীনের নজরদারি বেলুন ওড়া নিয়ে দুই ক্ষমতাধর দেশের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। মার্কিন উপকূলে একটি চীনা বেলুন গুলি করে ভূপাতিত করাও হয়।

জানুয়ারির শেষভাগে যে বেলুন যুক্তরাষ্ট্রের পশ্চিমাকাশে ওড়ানো হয়েছিল তা বেসামরিক কাজের বলে সেসময় দাবি করেছিল চীন। আবহাওয়াসহ বিজ্ঞানভিত্তিক অন্যান্য গবেষণার জন্য তা ওড়ানো হয় বলে চীনের পক্ষ থেকে বলা হয়েছিল।

সিআইএ’র সাবেক পূর্ব এশিয়া বিষয়ক বিশ্লেষক জন কালভার বিবিসি প্যানরোমাকে বলেছেন, ‘এটি এবারের ঘটনাই নয়, অন্তত পাঁচ বছর আগে শুরু হওয়া প্রচেষ্টার অংশ। দূরবর্তী মিশন মাথায় রেখে এগুলো পরিচালনা করা হয়।’

কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কোম্পানি সিনথেটাইকের কাজ করে বিবিসি চীনা বেলুনের তথ্য পেয়েছে। সিনথেটাইক কৃত্তিম উপগ্রহের সহযোগিতায় বিপুল পরিমাণ উপাত্ত সংগ্রহ করে তা বিশ্লেষণের পর পূর্ব এশিয়ার আকাশে চীনের বেলুনের সন্ধান পায়।

সিনথেটাইকের প্রতিষ্ঠাতা জ্যাস্কলস্কি বলেন, ২০২১ সালের সেপ্টেম্বরের শুরুতে উত্তর জাপানের আকাশে একটি নজরদারি বেলুন উড়তে দেখা গেছে। এসব ছবি আগে প্রকাশ করা হয়নি।

মঙ্গোলিয়ার দক্ষিণাঞ্চলীয় চীনের ভেতর থেকে এসব বেলুন ছাড়া হয়েছে বলে ধারণা জ্যাস্কলস্কির। নির্দিষ্ট করে জায়গাটি চিহ্নিত করা যায়নি।

Leave A Reply

Your email address will not be published.