The news is by your side.

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৪ ঘণ্টা সড়কে থাকবে পুলিশ পেট্রল টিম: আইজিপি

0 109

ঈদুল আজহা উপলক্ষে মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সড়কে ২৪ ঘণ্টা থাকবেন ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ওসিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

সোমবার দুপুরে রাজধানীর গাবতলী স্থায়ী পশুর হাট সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পুলিশ মহাপরিদর্শক বলেন, অনেক সময় অভিযোগকারীকে যথাসময়ে সেবা দেওয়া সম্ভব হয় না। এজন্য এবার সড়কে সক্রিয় থাকবে পুলিশের মোটরসাইকেল পেট্রল টিম, যাতে দ্রুত সময়ে অভিযোগ শোনা ও ব্যবস্থা গ্রহণ করা যায়।

যাত্রীরা চলতি পথে কোনো সমস্যায় পড়লে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করার পরামর্শ দিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, যেকোনো সমস্যায় বা প্রয়োজনে নিকটস্থ পুলিশকে খবর দিন অথবা ৯৯৯ এ ফোন করুন। আপনার অভিযোগ জানান। পুলিশ দ্রুত সময়ের মধ্যে আপনার অভিযোগের নিষ্পত্তি করবেন।

ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন না চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বলেও জানান তিনি ।

এছাড়া অতিরিক্ত যাত্রী হিসেবে বাসে, ট্রেনে বা নৌপরিবহনে গমনাগমন না করতে অনুরোধ জানান আইজিপি।

আইজিপি বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহায় পুলিশের দায়িত্ব বেশি। এবার সড়কে শুধু ঈদযাত্রা নয়; কোরবানির হাটের নিরাপত্তা দিতে হচ্ছে পুলিশকে। পাশাপাশি মৌসুমি ফল ও কোরবানির হাটে পশু ভাই যানবাহনকে নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

এছাড়া যারা জাল টাকার কারবার করেন তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন,  সাবধান হয়ে যান, প্রতারণামূলক কাজে জড়ালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ প্রতারিত হলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ খবর দিন পুলিশ ব্যবস্থা নেবে।

Leave A Reply

Your email address will not be published.