হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভালো আছেন। তিনি যেসব সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, সেগুলো সমাধান হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।
সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারনের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি ।
মির্জা ফখরুল আরও বলেন, তবে খালেদা জিয়ার মূল সমস্যাগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা তো নেই। তার আর্থাইটিস ও হার্টের সমস্যা রয়েছে। চিকিৎসকরা বারবার বলছেন দেশের বাইরে বিশেষায়িত হাসপাতালে তার চিকিৎসা দরকার, কিন্তু সেটা তো হচ্ছে না। এর ফলে ঝুঁকি থেকেই যাচ্ছে।
গত রোববার গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে, পাঁচদিন চিকিৎসা শেষে গত ১৭ জুন সন্ধ্যায় হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে গত ১৩ জুন হঠাৎ জ্বর ও পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।