The news is by your side.

বাজার সিন্ডিকেটের সঙ্গে যোগসাজশ: সংসদে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগে  রাজি টিপু মুন্সি

0 117

 

সংসদ প্রতিবেদক

বাজারদর নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির পদত্যাগ দাবি করছেন সংসদ সদস্যগণ।

আজ জাতীয় সংসদে  বাজেট অধিবেশনে  বাজার সিন্ডিকেটের সঙ্গে বাণিজ্য মন্ত্রীর  যোগসাজসের  অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করেন সংসদ সদস্যগণ। বাজার সিন্ডিকেটের কথা স্বীকার করে  বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চাইলে তিনি পদত্যাগ করবেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আজ জাতীয় সংসদ অধিবেশনে তোপের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী। বাজার সিন্ডিকেট নিয়ে সংসদে তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। কোনো কোনো সংসদ সদস্য তো সরাসরি বলেই ফেলেন যে, বাজার সিন্ডিকেটের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর যোগসাজশ রয়েছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘সিন্ডিকেটের কথা বলা হয়। এটা ঠিক বড় বড় গ্রুপগুলো একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে। চাইলে জেল-জরিমানাসহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে আমাদের লক্ষ্য রাখা দরকার— আমরা জেলে ভরলাম, জরিমানা করলাম; সেটা হয়তো করা সম্ভব। কিন্তু তাতে হঠাৎ করে ক্রাইসিসটা তৈরি হবে, সেটাও তো সইতে আমাদের কষ্ট হবে। এজন্য আমরা আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে থেকে নিয়ন্ত্রণের চেষ্টা করি।’

সোমবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুকূলে মঞ্জুরি দাবির ওপর ছাঁটাই প্রস্তাবের আলোচনায় টিপু মুনশি এ কথা বলেন। এর আগে জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র ১০ সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বরাদ্দ কমানোর প্রস্তাব করেন। তবে, কণ্ঠভোটে তাদের প্রস্তাব নাকচ হয় এবং মন্ত্রীর প্রস্তাবিত অর্থ মঞ্জুর হয়।

Leave A Reply

Your email address will not be published.