ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইভজেনি প্রিগোজিনের কথিত ‘বিদ্রোহী’ তৎপরতাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে এ ভাষণ দেন প্রেসিডেন্ট পুতিন।
তিনি বলেন, রাজধানী মস্কো এবং অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে এখন একটি সন্ত্রাসবিরোধী ব্যবস্থা চালু রয়েছে। ওয়াগনার সেনাদের নাম উল্লেখ না করে পুতিন বলেন, রুশদের ‘প্রতারণার মাধ্যমে অপরাধমূলক দুঃসাহসিক কাজে জড়ানো হয়েছে’।
বিদ্রোহীদের তৎপরতাকে ‘পিঠে ছুরি মারা’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদেরকে গভীর রাষ্ট্রদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে।’
ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের দিকে ইঙ্গিত করে এ কথা বললেও তার নাম উল্লেখ করেননি রুশ প্রেসিডেন্ট। রাশিয়াকে রক্ষা করার অঙ্গীকার করে পুতিন আরও বলেন, সংকট মোকাবিলায় সমস্ত প্রয়োজনীয় আদেশ দেয়া হয়েছে।
ওয়াগনার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে প্রিগোজিন বলেন, ‘আমরা সকাল সাড়ে ৭টায় রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সদর দফতরে রয়েছি।
ভিডিও বার্তায় প্রিগোজিন জানান, তার সেনারা শহরটি অবরুদ্ধ করবে এবং রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে- যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু এবং জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।
এর আগে ক্রেমলিন প্রিগোজিনকে ‘অস্ত্রধারী বিদ্রোহী’ বলে অভিযুক্ত করার কয়েক ঘণ্টা পরেই তিনি বিদ্রোহ ঘোষণা করেন।