ভারতে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি কোনও বৈষম্য করা হয় না বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এমন কথা বলেন তিনি। মোদির সঙ্গে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাইডেন।
‘মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘুদের অধিকার ও বাক স্বাধীনতা রক্ষায় আপনি কেমন পদক্ষেপ নিতে ইচ্ছুক?’ সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মোদি জানিয়েছেন, এ বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘আমার সরকার ও আমাদের সংবিধান প্রমাণ করেছে যে গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব। আমার প্রশাসনে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে কোনও ক্ষেত্রেই কোনও বৈষম্যের স্থান নেই।’
মানবাধিকার গোষ্ঠী ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মোদি প্রশাসনের বিরুদ্ধে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যের তথ্য রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতে মুসলমান, হিন্দু দলিত, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি আচরণ, মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিষয়টি নিয়ে জনসম্মুখে মোদিকে প্রশ্ন করতে চাপ দিচ্ছিল বাইডেনের ডেমোক্র্যাটিক দলের কিছু নেতা ও মানবাধিকার গোষ্ঠীগুলো। ২০১৪ সাল থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি থেকে ক্ষমতায় আছেন মোদি।