তুরস্কে নির্মিত মাঝারি উচ্চতার এবং দীর্ঘ সহনশীলতা তথা দীর্ঘ সময় ধরে উড়তে সক্ষম শ্রেণির আঙ্কা নামক মনুষ্যবিহীন আকাশ যান (ইউএভি) অন্যান্য দেশে রপ্তানির জন্য প্রস্তুত হয়েছে।
‘তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রধান পণ্য প্রকৌশলী জিয়া দোগান আনাদোলুকে বলেছেন, চলতি বছর অন্য চার দেশে আঙ্কা ড্রোন পাঠাবে তুরস্ক।
তিনি আরও বলেন, ‘একটি বিদেশি গ্রাহক ইতোমধ্যে সক্রিয়ভাবে আঙ্কা ড্রোন ব্যবহার করছে,’ ডোগান বলেছেন।
তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের প্রধান বলেন, ২০২৪ সালে ডেলিভারির জন্য অন্য দেশের সঙ্গে একটি রপ্তানি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ডোগান উল্লেখ করেছেন যে, স্থানীয় গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া আঙ্কা ড্রোনের মোট ফ্লাইট সময় দুই লাখ ঘণ্টায় পৌঁছেছে। আঙ্কা ইউএভির প্রথম মডেলটি আকাশে উড়েছিল ২০১০ সালে।
প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কা ড্রোন দিনরাত্রি সব আবহাওয়া গোয়েন্দাগিরি, লক্ষ্য শনাক্ত ও টার্গেট করা, গোয়েন্দা মিশন সম্পাদন করা এবং স্বয়ংক্রিয় টেকঅফ ও অবতরণসহ স্বায়ত্তশাসিত ফ্লাইট ক্ষমতা বৈশিষ্ট্যযুক্ত।
তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত। এর লক্ষ্য ছিল বিদেশি সরবরাহকারীদের ওপর তুরস্কের নির্ভরতা হ্রাস করা।