ঢাকা-১৭ আসনের স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়নপ্রত্যাশী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন ইসি। এর ফলে নির্বাচন করতে আর কোনো বাধা নেই তার।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে এ তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
অশোক কুমার দেবনাথ বলেন, ‘মোট চারটি আপিলের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম এবং জাকের পার্টির কাজী মোহাম্মদ ইয়াসিদুল হাসানের আপিল মঞ্জুর হয়েছে। এর ফলে এই দুই প্রার্থী ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নিতে পারবেন। তবে স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম ভূঞা ও শেখ আসাদুজ্জামান জালালের আপিল নামঞ্জুর হয়েছে।’
হিরো আলমের আপিল প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে অশোক কুমার বলেন, ‘প্রথমটা (হিরো আলমের) গৃহীত হয়েছে মাইনর ইরোর হিসেবে। এক শতাংশ ভোটার রিটার্নিং কর্মকর্তার দফতরে যোগাযোগ করে স্বাক্ষর করলে সেই তিনজনকে সঠিক পেয়েছে কমিশন। তাই মাইনর ইরোর হিসেবে আপিলটা মঞ্জুর করেছে।’
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসাবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৮ জুন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।