The news is by your side.

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘স্বৈরশাসক’: বাইডেন

0 106

যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক স্বাভাবিক করতে চলতি সপ্তাহে বেইজিং সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
সফরের দুই দিন না যেতেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে’ ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেছেন, সম্প্রতি চীন যুক্তরাষ্ট্রে একটি গোয়েন্দা বেলুন পাঠিয়ে যে উত্তেজনা সৃষ্টি করেছিল তাতে বিব্রত হয়েছেন শি।
তার এই বক্তব্যের আগে সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে সাক্ষাৎ করেন মার্কিন শীর্ষ কূটনীতিক ব্লিঙ্কেন। দুই দেশের সম্পর্কোন্নয়নে বেশ অগ্রগিত হয়েছে বলেও বৈঠক শেষে মন্তব্য করেছিলেন শি। এর মধ্যেই চীনা প্রেসিডেন্টকে ‘একনায়ক’ অ্যাখ্যা দিলেন বাইডেন।
তিনি বলেছেন, ‘আমি সেই গোয়েন্দা গুপ্তচর বেলুনটিকে গুলি করে নিচে নামাতে নির্দেশ দিয়েছিলাম। আসলে তিনি বুঝতেই পারেননি এটি ঘটতে পারে। এ নিয়ে প্রেসিডেন্ট শি খুবই মর্মাহত হয়েছিলেন। ’
বাইডেন আরও বলেন, স্বৈরশাসকদের জন্য এটি বড় বিব্রতকর বিষয়, যখন তারা জানতেই পারে না কি ঘটেছে। এটির সেখানে যাওয়ার কথা ছিল না।

 

Leave A Reply

Your email address will not be published.