The news is by your side.

নিরাপত্তারক্ষীর কারণে বিতর্কের মুখে সালমান খান

0 125

বিতর্কের মুখে সালমান খান। তএবার নিজের জন্য নয়, বরং নিরাপত্তারক্ষীদের কারণেই তাকে নিয়ে শোরগোল বলিউডে।

সম্প্রতি ‘দাবাং-থ্রি’ ছবির তার সহ-অভিনেত্রী হেমা শর্মা বিস্ফোরক অভিযোগ এনেছেন বলিউড ভাইজানের দেহরক্ষীদের বিরুদ্ধে। তবে শুধুই দেহরক্ষী নয়। হেমার অভিযোগ সালমানের বিরুদ্ধেও।

এক সাক্ষাৎকারে হেমা বলেন, আমি সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। একবার দেখা করার জন্য অনেক চেষ্টা করেছিলাম।

‘দাবাং-থ্রি’ ছবিতে তার সঙ্গেই আমার এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল। সুযোগটা পেয়ে সত্যিই আনন্দ পেয়েছিলাম। কিন্তু ওই দৃশ্যের শুটিংয়ের সময় সালমান ছিলেন না। স্বাভাবিকভাবেই, আমি খুব হতাশ হয়ে পড়ি। তার সঙ্গে আমার আর দেখা করা হয়নি।

হেমা বলেন, রিয়েলিটি শো ‘বিগ বসে’র পণ্ডিত জনার্দনের সঙ্গে আমার পরিচয় হয়। আমরা দুজনে গিয়েছিলাম সালমানের সঙ্গে দেখা করতে। কিন্তু তখন তার দেহরক্ষীরা আমার সঙ্গে কুকুরের মতো ব্যবহার করেন। আমি জানি এই ঘটনা সালমান জেনেও কিছু বলেননি। ঘটনার পরে ১০ দিন আমি রাতে ঘুমাতে পারিনি।

 

 

Leave A Reply

Your email address will not be published.