The news is by your side.

বিয়ে থেকে ফেরার সময় নৌকা ডুবে নিহত ১০৩

0 104

উত্তর নাইজেরিয়ায় নদীতে নৌকা ডুবে ১০৩ জন নিহত হয়েছেন। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।

মঙ্গলবার পুলিশ মুখপাত্র ওকাসানমি আজাই জানান, কোয়ারা রাজ্যের নাইজার নদীতে সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ১০০ জনেরও বেশি মানুষকে। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা উসমান ইব্রাহিম জানান, যাত্রীরা পাশের নাইজার রাজ্যের এগবোটি গ্রামে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। নৌকায় নারী ও শিশুরাও ছিল।

নৌকায় থাকাদের মধ্যে কতজন এখনো নিখোঁজ রয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার কারণও জানা যায়নি। তবে নাইজেরিয়ায় বর্ষাকালে অতি বৃষ্টিপাত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে।

Leave A Reply

Your email address will not be published.