বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাদিক আবদুল্লাহ।
রবিবার বিকেলে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কণ্ঠভোটে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।
এর আগে, মহানগর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে রবিবার বেলা সোয়া ১১টায় জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক আমির হোসেন আমু এবং প্রধান অতিথি ওবায়দুল কাদের সহ অন্যান্য অতিথিরা। উদ্বোধনের পর মঞ্চের সামনে সরকারের গত ১০ বছরের উন্নয়নের অর্জন ডিসপ্লে করে দেখান সাংস্কৃতিক কর্মীরা।