ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মারা গেছেন। দেশটির মিলানে সান রাফায়েল হাসপাতালে ৮৬ বছর বয়সে সোমবার তিনি মৃত্যুবরণ করেন।
তার বিরুদ্ধে যৌন কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ ছিল। যা দীর্ঘদিন ধরে তদন্ত করে দেশটির প্রশাসন। লিউকেমিয়ার ও ফুসফুসের সংক্রমণের জন্য চিকিৎসার জন্য গত এপ্রিলে হাসপাতালে ভর্তি হন তিনি।
ইতালির এই মিডিয়া মোঘল বারলুসকোনি দীর্ঘদিন ধরে মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া রোগে আক্রান্ত।
ইউক্রেনে চলমান রাশিয়ার যুদ্ধের জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছিলেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী।
১৯৯৪ সালে তিনি প্রথমবার ক্ষমতায় আসেন। চারবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বারলুসকোনি।