The news is by your side.

আওয়ামী লীগ নেতা আব্দুল হক সবুজ আর নেই

0 128

আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের জ্যেষ্ঠ উপদেষ্টা আব্দুল হক সবুজ আর নেই। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রোববার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। এ খবর নিশ্চিত করেছেন ছেলে সোহেল নেওয়াজ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি তিন পুত্র, তিন কন্যা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থক রেখে গেছেন।

কিডনিজনিত জটিলতায় গত ৮ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার তাকে আইসিইউতে নেওয়া হয়।

আব্দুল হক সবুজ হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রীয় ছাত্র-ছাত্রী সংসদে দুবার সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.