The news is by your side.

তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ইতি টেনে চীনে দূতাবাস খুললো হন্ডুরাস

0 141

বছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস। রবিবার বেইজিং-এ দূতাবাস খুলেছে দেশটি।

হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরে দুই দেশের বিভিন্ন ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত মার্চে ঘোষণা দিয়ে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ইতি টানে হন্ডুরাস। বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী, কোনও দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না। হন্ডুরাসসহ বিশ্বের ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল।

তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। কিন্তু এই দ্বীপটিকে নিজেদের বলে থাকে বেইজিং। গত বছর থেকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আনাগোনা বাড়ায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। তাইওয়ানকে যে কোনও মূল্যে চীনের সঙ্গে যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

Leave A Reply

Your email address will not be published.