The news is by your side.

নিজের ভেতরে আরেকটা প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কত অসাধারণ:  ইলিয়ানা

0 153

এপ্রিলে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন বলিউড তারকা ইলিয়ানা ডি’ক্রুজ। এরপর থেকেই একটি প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তাকে।  তা হলো- আপনার সন্তানের বাবা কে? যদিও আধুনিক এই যুগে এমন প্রশ্ন আপত্তিকর এবং অপ্রয়োজনীয়, তবু অভিনেত্রীর ইনস্টাগ্রামে প্রতিনিয়তই নেতিবাচক মন্তব্য আসছে।

মাস দেড়েক চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন ইলিয়ানা। মাতৃত্বের অনুভূতি কতটা সুন্দর, তার কিছুটা ভাগাভাগি করে নিলেন অনুসারীদের সঙ্গে।

শনিবার ইনস্টাগ্রামের এক পোস্টে ইলিয়ানা বললেন, ‘অন্তঃসত্ত্বা হওয়া খুব সুন্দর আশীর্বাদ। আমি কখনও ভাবিনি যে, এই অভিজ্ঞতা প্রাপ্তির মতো এতোটা ভাগ্যবান হবো। এজন্য নিজেকে এখন খুব ভাগ্যবান মনে হচ্ছে। নিজের ভেতরে আরেকটা প্রাণ বেড়ে ওঠার অনুভূতি কত অসাধারণ, তা আসলে বলে বোঝাতে পারছি না।’

পোস্টে একটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। আবছা সেই ছবিতে তার সঙ্গে এক ব্যক্তিকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, ইনিই ইলিয়ানার জীবনসঙ্গী। তাকে নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এই অসাধারণ মানুষকি আমাকে মানসিকভাবে শক্ত রেখেছে। পাশে ঢাল হয়ে দাঁড়ায়। যখন আমার কান্না মুছে দেয়, নানা কৌতুকে হাসায়। কিংবা শুধু আমাকে জড়িয়ে ধরে, যখন সে জানে এটাই ওই মুহূর্তে আমার প্রয়োজন। তাই কোনও কিছুই আর কঠিন মনে হচ্ছে না।’

জীবনসঙ্গীর প্রশংসায় অনেক কথা বললেও তার নাম-ছবি প্রকাশ্যে আনলেন না ইলিয়ানা। গুঞ্জন রয়েছে, সেবাস্টিন লরেন্ট মাইকেল নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক। যিনি মূলত ক্যাটরিনা কাইফের ভাই। যদিও এই গুঞ্জনে কখনও প্রতিক্রিয়া দেননি ইলিয়ানা।

Leave A Reply

Your email address will not be published.