শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮০০ গ্রাম কোকেনসহ একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিজোরামের নাগরিক বলে জানা গেছে। আজ শনিবার (১০ জুন) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমান।
তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফ্রেইট সার্কেল (আমদানি কার্গো কমপ্লেক্স) এলাকা থেকেে এক হাজার ৮০০ গ্রাম কোকেন জব্দ করা হয়। এ সময় কোকেন বহনের দায়ে ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।