The news is by your side.

শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যুতে বিড়ম্বনায় অভিনেত্রী সাফা কবির

0 126

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি  শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বনানীর বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। অনেকেই  অর্পিতা কবিরের সঙ্গে অভিনেত্রী সাফা কবিরের নাম জড়িয়ে মৃত্যুর খবর ছড়াচ্ছে। আর এতে করেই বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন অভিনেত্রী সাফা কবির।

অথচ অভিনেত্রী সাফা কবির সুস্থ আছেন, ভালো আছেন।  শুক্রবার বাইকে ছুটির দিনের শুভেচ্ছা জানিয়ে সাফা বলেন, আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।

সাফা আরও বলেন, একটি ভুল পোস্টে আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সাথে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.