The news is by your side.

মেসির জন্য এখনো প্রস্তুত নয় মায়ামি ক্লাব

0 123

ঘোষণা দেওয়া হয়ে গেছে। এখন শুধু চুক্তি সই এবং লিওনেল মেসিকে নতুন ক্লাবের জার্সিতে দেখার অপেক্ষা। সেই অপেক্ষা ফুরোনোর সঙ্গে সঙ্গে নতুন অধ্যায় যোগ হবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইতিহাসে, যার নাম হবে মেসি-অধ্যায়।

কিন্তু মেসি-অধ্যায় রাঙিয়ে তুলতে ইন্টার মায়ামি কতটা প্রস্তুত? মায়ামির এক ফুটবলারের কথা সত্য হলে উত্তরটা ইতিবাচক নয়। কারণ মেসির মতো মহাতারকাকে নিয়ে আসার জন্য যেসব প্রস্তুতি দরকার তা ইন্টার মায়ামির নেই বলে দাবি তাঁর।

ফুটবলারটির নাম নিক মার্শম্যান—মায়ামির ডাচ গোলকিপার। পরশু রাতে মেসির মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর থেকেই আলোচনা চলছে এই দলবদল নিয়ে। ফেইনুর্দ থেকে ২০২১ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মার্শম্যান এ নিয়ে কথা বলেছেন ইএসপিএনের সঙ্গে।

মায়ামির মূল দলের এই গোলকিপারের যুক্তি, ‘আমি মনে করি, মেসির আসার ব্যাপারে ক্লাব এখনো প্রস্তুত নয়। আমাদের স্টেডিয়াম অস্থায়ী, লোকে সেখানে ইচ্ছে করলেই মাঠে ঢুকতে পারে। কোনো গেট নেই। আমরাও কোনোরকম নিরাপত্তা ছাড়া স্টেডিয়াম থেকে বের হই। তাই আমার মনে হয় ক্লাব প্রস্তুত নয়, যদিও আমি চাই সে আসুক।’

মায়ামি ফ্রিডম পার্কে ইন্টার মায়ামি এক শ কোটি ডলার খরচ করে নতুন স্টেডিয়াম বানাচ্ছে। এ কারণে অস্থায়ী স্টেডিয়াম হিসেবে আপাতত ফোর্ট লডারহিলে ডিআরভি পিএনকে স্টেডিয়াম ব্যবহার করছে মায়ামি। এই স্টেডিয়ামের আসনসংখ্যা মাত্র ১৮ হাজার এবং যে ধরনের নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন তা নেই। মায়ামি নিজেদের জন্য নতুন যে স্টেডিয়াম বানাচ্ছে, সেখানে আসনসংখ্যা হবে প্রায় ২৫ হাজার, স্টেডিয়ামটি ২০২৫ সালে খুলে দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথা মেসি জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্দো’ ও ‘মুন্দো দেপোর্তিভো’কে দেওয়া সাক্ষাৎকারে। মেসি নিজেই জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে ‘চুক্তি সম্পন্নের কাজ এখনো শতভাগ শেষ হয়নি। কিছু বিষয় এখনো বাকি আছে।’

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, মেসির সঙ্গে ইন্টার মায়ামির চুক্তি হবে তিন মৌসুমের। প্রথম দুই মৌসুম শেষে চাইলে চলে যেতে পারবেন। চুক্তিতে থাকবে, মেয়াদ বাড়ানোর বিষয়টি অবশ্যই দুই পক্ষের সম্মতির ভিত্তিতে হতে হবে। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর দাবি, মেসিকে চার বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

মৌসুম প্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাওয়ার পাশাপাশি অন্য কিছু খাত থেকেও মেসি আয়ের সুযোগ পাবেন বলেও জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, অ্যাপল ও অ্যাডিডাস থেকে আয় করবেন মেসি। প্রতিষ্ঠান দুটি মেজর লিগ সকারের (এমএলএস) সঙ্গে চুক্তিবদ্ধ। অ্যাথলেটিক আরও জানিয়েছে, খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে মেসি যেন এমএলএসে কোনো দলের মালিকানার অংশীদার হতে পারেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তিতে সেই সুযোগও রাখা হবে।

Leave A Reply

Your email address will not be published.