খাদ্য ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত দুটি প্রকল্পে বাংলাদেশকে ৮৬ কোটি ডলার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বুধবার রাজধানীর পরিকল্পনা কমিশনের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কার্যালয়ে এ সংক্রান্ত দুটি চুক্তি সই হয়। বিশ্বব্যাংকের পক্ষে বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আবদুলায়েক সেক এবং সরকারের পক্ষে ইআরডি সচিব শরিফা খান চুক্তি দুটিতে সই করেন।
মোট অর্থের মধ্যে ৫০ কোটি ডলার পাওয়া যাবে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিল্যান্স’-পিএআরটিএনইআর কর্মসূচির আওতায়। এ কর্মসূচি দেশের টেকসই এবং পুষ্টিকর খাদ্যের সংস্থানে সহায়ক হবে। শস্যে বৈচিত্র্য আনার মাধ্যমে জলবায়ু সহিষ্ণু কৃষিতে রূপান্তর সহজ হবে এতে।
চুক্তি সই অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের কৃষিতে জরুরি কিছু পদক্ষেপ প্রয়োজন। সই হওয়া প্রকল্পটি এতে কিছুটা সহায়ক হবে। এ প্রেক্ষিতে বাংলাদেশের সবুজ প্রবৃদ্ধিতে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বিশ্বব্যাংক।
সই হওয়া অন্য চুক্তিটি সড়ক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত। এ প্রকল্পে ৩৬ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। প্রকল্পটি সড়ক নিরাপত্তা উন্নয়ন এবং উচ্চ ঝুঁকির কয়েকটি সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু কমাতে সহায়ক হবে। বিশ্বব্যাংকের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ায় এ ধরনের এটিই প্রথম কোনো প্রকল্প।
দুই চুক্তির বিষয়ে ইআরডি সচিব বলেন, বাংলাদেশের জন্য ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে বিশ্বব্যাংকের এই ঋণ সহায়তা। লক্ষ্য অর্জনে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।