The news is by your side.

কাউকে ক্লাব ছাড়া করে, বেতন কেটে ফিরতে চাইনি: মেসি

বার্সায় না ফেরার কারণ জানালেন মেসি

0 167

বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে চমকে দিয়ে সাবেক প্রিয় ক্লাব বার্সেলোনা এবং সম্ভাব্য গন্তব্য আল হিলালকে প্রত্যাখ্যান করেছেন লিওনেল মেসি । তবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন এ ফুটবল তারকা।

৩২ সেকেন্ডের ভিডিও বার্তায় মেসির সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে মিয়ামি। লিওনেল মেসিও তার নতুন ঠিকানার বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে পরিষ্কার করেছেন নানা বিষয়।

কেন পিএসজি ছাড়লেন, সৌদি লিগে কেন গেলেন না। বার্সায় কেন তার ফেরা হলো না; মেসি এসব বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। যা তুলে ধরা হলো।

স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ত ও মুন্ডো দের্পোতিভোকে সাক্ষাৎকারে মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেসি, ‘আমি বার্সেলোনায় ফিরছি না। মিয়ামিতে যাচ্ছি। শুনেছি আমাকে নিলে তাদের বেশ কিছু খেলোয়াড়ের বেতন কাটতে হবে এবং বিক্রি করতে হবে। আমি এভাবে ফিরতে চাইনি।’

মেসিকে চুক্তি করে রাখতে বলেছিল বার্সা। এরপর খেলোয়াড় বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক চুক্তি থেকে অর্থ আসলে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চেয়েছিল। সেটা চাননি মেসি, ‘ফেরার বিষয়ে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম। কিন্তু ক্লাব ছাড়ার সময় যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে (আর্থিক সংকটের দোহায়), একই ঘটনার মধ্য দিয়ে আবারও যেতে চাইনি।’

লা লিগা কর্তৃপক্ষ মেসিকে আনার বিষয়ে সাড়া দিয়েছিল। কিন্তু আর্থিক সংকট বার্সারই সমাধান করতে হতো। মেসি বলেছেন, ‘শুনেছি, লা লিগা কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়েছিল। তারপরও অনেক কিছুর উত্তর মেলাতে হতো। বার্সার খেলোয়াড় বিক্রি করতে হতো এবং অনেকের বেতন কাটতে হতো। সত্যি বলতে, আমি সেটা চাইনি।

এ নিয়ে ৩৫ বছর বয়সি কিংবদন্তি বলেন, বার্সার এখনো আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। দুই বছর আগে একই কারণে তাদের সঙ্গে চুক্তি পুনঃনবায়ন করতে পারিনি আমি। ফলে কাতালানদের ছেড়ে পিএসজিতে চলে আসতে হয়।

মেসি আরও বলেন, এ ছাড়া ব্লাউগ্রানারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেয়নি আমাকে। শুধু মুখে মুখে বলে গেছে। আমি বুঝতে পেরেছিলাম, তাদের অর্থনৈতিক সমস্যা কাটেনি। ফলে আমি আর অপেক্ষা করতে চাইনি। পরিবর্তে ইন্টার মিয়ামিতে যোগদানের জন্য একটি চুক্তিতে মৌখিকভাবে সম্মত হয়েছি।

সৌদি আরবে গেলে মোটা অঙ্কের অর্থ পেতেন মেসি। তবে প্রতি পদে পদে সংবাদ মাধ্যমের শিরোনামও হতে হতো। মেসি তা চাননি, ‘এমন একটা জায়গা চেয়েছি, যেখানে আমি কিছুটা আলোর বাইরে থাকবো, পরিবারের জন্য একটু বেশি কিছু করবো।’

পিএসজি ছাড়ার অন্যতম কারণ হিসেবে উপভোগ না করার কথা বলেছেন মেসি । এ প্রসঙ্গে স্পোর্ট ও মুন্দো ডিপোর্টিভোকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলেন, পিএসজিতে আমি মোটেও ভালো ছিলাম না। নাখোশ হয়ে সেখানে থাকতে চাইনি। ফলে অন্য কোথাও পাড়ি দিতে চেয়েছি। সৌদি প্রো-লিগ থেকে প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তাতে সাড়া দিইনি।

বিশ্বকাপজয়ী ফুটবলার বলেন, সব কিছু ভেবে আমার মনে হয়েছে— এখনই সময় আমেরিকান লিগে যাওয়ার। সেই সঙ্গে ফুটবলকে অন্যভাবে উপভোগ করার এবং প্রতিদিন উপভোগ করার। আল হিলালে গেলে যে দায়িত্ব আমার ওপর বর্তাতো, এখানেও তাই। আমার সব সময় জিততে ইচ্ছা করে। ভালো কিছু করতে মন চান। সর্বোপরি মনের শান্তি আরও বেশি দরকার।

 

 

Leave A Reply

Your email address will not be published.