গেল কান চলচ্চিত্র উৎসব মাতানোর পরে নিজের অবসর সময়টুকু মালদ্বীপেই কাটাচ্ছেন তিনি। সেখানে কখনো বিকিনি, কখনো সাদা শর্টস, সবুজ স্প্যাগেটি টপে বিচে উত্তাপ ছড়াতে দেখা গেছে সানি লিওনকে।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাস্যময়ী রূপে নিজের কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, প্যারাডাইসে কোনো ফিল্টারের দরকার নেই।
শুধু তাই নয়, মালদ্বীপে গিয়ে স্কুবা ডাইভিংয়েও বেশ মজেছেন সানি লিওন। সমুদ্রে নেমে সাতার কাটতেও দেখা গেছে। ছবিগুলো দেখে বোঝাই যাচ্ছে সেখানে দারুণ সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
চলতি বছরের ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে সানি লিওন অভিনীত সিনেমা ‘কেনেডি’। এটি নির্মাণ করেছেন অনুরাগ কাশ্যপ। গেল ২৫ মে কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে প্রদর্শিত হয়েছে এটি।