The news is by your side.

ব্যারিস্টার সুমনসহ ১৭ জনকে সালাউদ্দিনের আইনি নোটিশ

0 151

মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে নানা ঘটনায় গণমাধ্যমের শিরোনামে আসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সমালোচনা হয়েছে। এসব ঘটনায় ব্যারিস্টার সুমনসহ মোট ১৭ ব্যক্তি-সংস্থাকে আইনি নোটিশ দিয়েছেন দেশের ফুটবলের এই শীর্ষ কর্মকর্তা।

আর্থিক অনিয়ম ও নানা অসঙ্গতির কারণে ফিফা থেকে নিষিদ্ধ বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের হয়ে মামলা লড়া সিনিয়র আইনজীবী আইনজীবী আজমালুল হোসেন কেসির মাধ্যমে ব্যারিস্টার সুমনসহ মোট ১৭ ব্যক্তি-সংস্থাকে আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিন। ফলে সালাউদ্দিনের এই আইনি নোটিশ প্রদান নিয়েও নানা প্রশ্ন উঠছে।

গত কয়েক বছর ধরেই বাফুফে ও কাজী সালাউদ্দিন নিয়ে প্রায়ই সমালোচনা করে আসছেন সুমন। তাই এই আইনি নোটিশের মাধ্যমে সোহাগের আইনি পদক্ষেপ ইস্যুতে সালাউদ্দিনের সম্পৃক্ত থাকার বিষয়টি আরও অনেক স্পষ্ট হয়েয়ে বলে ধারণা ফুটবলসংশ্লিষ্ট অনেকের। আবার আইনজীবী আজমালুল হোসেন কেসির করা লিগ্যাল নোটিশ অন্যতম ব্যক্তি ব্যারিস্টার সুমন।

এই আইনজীবী ছাড়াও বাফুফে সদ্য পদত্যাগ করা নির্বাহী সদস্য আরিফ হোসেন মুন, ক্রীড়া সংগঠক শাকিল মাহমুদ চৌধুরিকেও এই আইনি নোটিশের আওতায় এনেছেন সালাউদ্দিন। পাশাপাশি গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদ এবং গণমাধ্যমে বক্তব্য প্রদান করা সংবাদকর্মীদেরও আইনি নোটিশ দিয়েছেন সালাউদ্দিনের আইনজীবী।

আইনি নোটিশ গ্রহীতাদের বৃহস্পতিবার ৮ জুন সকাল দশটার মধ্যে উত্তর প্রদান করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে উত্তর প্রদান না করলে পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপের কথাও বলা হয়েছে লিগ্যাল নোটিশে।

 

Leave A Reply

Your email address will not be published.