The news is by your side.

দ্রব্যমূল্যের লাগাম টানতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

0 135

দেশের নিত্যপণ্যের বাজার বেশ কিছু দিন ধরেই অস্থির। যা নাজেহাল করে রেখেছে জনসাধারণকে। বাজারে দ্রব্যমূল্য এত বেশি কেন? এর নেপথ্যের কারণ ক্ষতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন। একনেক চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় দ্রব্যমূল্য বেশি থাকার কারণ ক্ষতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী।
 
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে ট্রিগারে হাত নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দাম এদিক সেদিক হলেই হস্তক্ষেপ করতে হবে।
 
সময়মতো বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতি দিলে পেঁয়াজের দাম প্রতি কেজি ৯০ টাকা হতো না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
 
পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশি ঋণের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদনের নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারি ব্যয় সাশ্রয়ে কর্মকর্তারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করছে কি না, তা খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
 
ডলারের ওপর চাপ সামাল দিতে প্রবাসী আয়ে নগদ প্রণোদনা হার বাড়ানোর বিষয়ে আলোচনা হচ্ছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, তবে সিদ্ধান্ত নেয়ার আগে, দেশের অর্থ বাইরে গিয়ে আবার রেমিট্যান্স আকারে দেশে আসছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
 
তিনি বলেন, নির্বাচনের আগে উচ্চ মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকার উদ্বিগ্ন।
 

Leave A Reply

Your email address will not be published.