The news is by your side.

ফারুকের আসনে নির্বাচন করবেন হিরো আলম

0 123

নিজ জেলা বগুড়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করলেও হেরে যান হিরো আলম। সম্প্রতি তিনি আবারও সংসদ সদস্য পদে লড়তে প্রস্তুতি নিচ্ছেন।

তবে বগুড়া নয়; নায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হতে চান তিনি।ইতোমধ্যে তিনি সংসদ সদস্য পদে লড়ার সব প্রস্তুতিও নিচ্ছেন।

সোমবার  বিকেলে নির্বাচন কমিশন থেকে ফরম নেওয়ারও কথা রয়েছে আলোচিত-সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরের।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আজ বিকেল ৩টায় নির্বাচন কমিশন থেকে ফরম সংগ্রহ করব। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেভাবেই এলাকায় জনসংযোগ করতে চেষ্টা করছি। আর বগুড়াবাসী চায় আমি এমপি হয়ে তাদের হয়ে কাজ করি।

এর আগে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুটি আসন থেকেই সংসদ সদস্য পদে উপনির্বাচন করেছেন হিরো আলম।

 

Leave A Reply

Your email address will not be published.