The news is by your side.

বিয়ের আসরে মাইক্রোফোন হাতে ঐশী

0 109

 

বাগদানের দুই মাস পর বিয়েটা সারলেন কণ্ঠশিল্পী ঐশী। শুক্রবার (২ জুন) রাতে রাজধানীর গুলশানে একটি কনভেনশন হলে জমকালো আয়োজনে সম্পন্ন হয় তার বিয়ে। এতে কনে-বরের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতাঙ্গনের অনেক তারকা।

ঐশীর বরের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করছেন। অন্যদিকে ঐশীও এমবিবিএস সম্পন্ন করে চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। তাদের দুজনের বছর দুয়েকের পরিচয়, পরিণয়। এবার তা পূর্ণতা পেলো।

ঐশী-সাকিবের বিয়েতে দেখা গেছে নন্দিত গীতিকবি কবির বকুল, নির্মাতা আশফাক নিপুণ, গায়িকা টিনা রাসেল, এলিটা করিম, রন্টি, বাঁধন সরকার পূজা, ঝিলিক, লুইপা, আয়েশা মৌসুমী, গায়ক জয় শাহরিয়ার, কৌশিক হোসেন তাপস, সাব্বির জামান, গীতিকবি-সাংবাদিক রবিউল ইসলাম জীবন, জাহিদ আকবর, এ মিজানসহ আরও অনেককে।

বিয়ের আসরে নিজের পরিচয়ের সাক্ষর রাখতে ভুললেন না ঐশী। হ্যাঁ, মাইক্রোফোন হাতে নিয়ে গান গেয়েছেন তিনি। একা নন, সঙ্গে রেখেছেন স্বামী সাকিবকেও। তারা দুজনে মিলে গেয়েছেন লুইপা ও পাপনের গাওয়া ‘হারিয়ে গেলাম’ শিরোনামের গানটি।

নতুন জীবনের সূচনায় শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা চেয়েছেন ঐশী। বলেছেন, ‘দোয়া করবেন সবাই আমাদের জন্যে। যেন সামনের পথ সুন্দর হয়। ভালো থাকতে পারি।’

গান ও চিকিৎসা দুই ভুবনেই মেধার সাক্ষর রেখে চলেছেন ঐশী। ‘দুষ্টু পোলাপাইন’ ও ‘গাড়ির মেকানিক’ শিরোনামে দুটি হিট গান উপহার দিয়েছেন কিছু দিন আগে। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ সেরা গায়িকার পুরস্কারটি নিজের করেছেন এই তরুণী।

Leave A Reply

Your email address will not be published.