The news is by your side.

ওয়াশিংটনের উৎসাহেই ইউক্রেন রাশিয়ায় হামলা চালাচ্ছে:  মস্কো

0 143

 

ওয়াশিংটনের উৎসাহেই ইউক্রেন রাশিয়ায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে মার্কিন প্রশাসন ও ইউক্রেন৷ ফলে রাশিয়ার রাজধানী মস্কোয় হামলা নিয়ে বিভ্রান্তি এখনো কাটছে না৷

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সড়কে বিশেষ নিরাপত্তা হঠাৎ তুলে নেয়ার বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী তাকে জানিয়েছেন, সমস্ত দূতাবাসকে একই নিরাপত্তা দেয়া হবে। কেউ যদি বাড়তি নিরাপত্তা চায় তবে ফি প্রদানের মাধ্যমে তা পাবে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, দিনের পর দিন ইউক্রেনের রাজধানী কিয়েভের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া৷ বিশেষ করে চলতি মে মাসে হামলার মাত্রা অনেক বেড়ে গেছে৷ এর মধ্যেই রাশিয়ার ভূখণ্ডে বিচ্ছিন্ন ড্রোন হামলার পর এবার খোদ রাজধানী মস্কোর উপর একই সঙ্গে একাধিক ড্রোন হামলার ঘটনা মস্কোর অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে৷

এখনো পর্যন্ত কেউ সেই হামলার দায় স্বীকার না করলেও রাশিয়া ইউক্রেনকেই এর জন্য দায়ী করছে৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন৷ সেইসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও গর্জে উঠছে মস্কো৷ তাদের ধারণা, মার্কিন প্রশাসনই ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে উৎসাহ দিচ্ছে৷

অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে মার্কিন প্রশাসন বলেছে, তারা রাশিয়ার ভূখণ্ডে হামলাকে সমর্থন করে না৷ স্পষ্ট ধারণা পেতে ওয়াশিংটন মস্কোয় ড্রোন হামলার ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহ করছে বলে জানা হয়েছে৷

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলইয়াক মস্কোর উপর হামলার জন্য সরাসরি দায় স্বীকার না করলেও এমন ঘটনা ‘উপভোগ’ করছেন বলে জানিয়েছেন৷ ভবিষ্যতে আরও এমন হামলার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করছেন৷

 

 

 

Leave A Reply

Your email address will not be published.