The news is by your side.

মৌসুমের আগেই ডেঙ্গু রোগী বেড়েছে পাঁচগুণ: স্বাস্থ্যমন্ত্রী

0 219

ডেঙ্গু মৌসুমের আগেই এবার গত বছরের তুলনায় দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচগুণ হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১ হাজার ৭০৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

করোনা প্রতিরোধী টিকা প্রদান প্রসঙ্গে তিনি বলেন,  ফাইজার থেকে বিনামূল্যে ৩০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। এসব টিকা তৃতীয় ও চতুর্থ ডোজ হিসেবে বা বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে।

ষাটোর্ধ্বদের চতুর্থ ও আঠারোর্ধ্বদের তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের ওই টিকা দেওয়া হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.