The news is by your side.

‘আদিপুরুষ’ দেখার আহ্বান জানালেন বাচ্চাদের : কৃতি স্যানন

0 106

ভারতের সব প্রজন্মকে বিশেষ করে বাচ্চাদের আসন্ন পৌরাণিক চলচ্চিত্র ‘আদিপুরুষ’ দেখার আহ্বান জানিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। অভিনেত্রীর মতে, বাচ্চাদের এই চলচ্চিত্রটি দেখা উচিত।

সম্প্রতি ‘আদিপুরুষ’ সম্পর্কে কথা বলার সময় কৃতি বলেন যে সমস্ত প্রজন্মকে অবশ্যই সিনেমাটি দেখতে হবে। তবে তিনি মূলত বাচ্চাদের সিনেমাটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।

অভিনেত্রী বলেন, “এটি একটি বিশেষ ফিল্ম এবং আমি এটির অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি সিনেমাটিতে বিশ্বাস রাখি। আমি মনে করি এটি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। সমস্ত প্রজন্ম, বিশেষ করে বাচ্চাদের অবশ্যই এটি দেখতে হবে।

কৃতি আরো বলেন, “আমরা আমাদের মা এবং দাদীর কাছ থেকে ছোটবেলায় রামায়ণ এবং মহাভারতের গল্প শুনতাম, কিন্তু আমি মনে করি এটি নিজের চোখে দেখার অনুভূতি আজকের প্রজন্মের উপর সম্পূর্ণ ভিন্ন প্রভাব ফেলবে। অনেক দিন ধরে আমরা এই গল্পটি বড় পর্দায় দেখিনি। এটি প্রথমবারের মতো ‘থ্রিডি’তে আসছে। চলচ্চিত্রটি এর বিশুদ্ধতার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং এটি আজকের শিশু এবং তরুণদের সাথে সংযোগ স্থাপন করবে।

ওম রাউতের লেখা ও পরিচালনায় আদিপুরুষে দেবতা রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলি খান। মাতা জানকির ভূমিকায় অভিনয় করছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। প্রযোজনা করেছেন টি-সিরিজ এবং রেট্রোফাইলস।

হিন্দি এবং তেলেগু ভাষায় একইসঙ্গে তৈরি হয়েছে এটি। ১৬ জুন সিনেমাটি মুক্তির তারিখ ধার্য করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.