The news is by your side.

কিয়েভে রাশিয়ায় ড্রোন হামলা

0 106

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে পেট্রোল পাম্পের কাছে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া এক নারী আহত হয়েছেন বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো।

ভিটালি ক্লিটসকো বলেন,‘কিয়েভের আকাশ প্রতিরক্ষা বাহিনী শহরের দিকে আসা ২০টিরও বেশি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং শহরের বাসিন্দাদের অনুরোধ জানিয়ে বলেছে-আশ্রয়স্থলে থাকুন। হামলাটি ব্যাপক!’

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, রাশিয়া রেকর্ড ৫৪টি ড্রোন নিক্ষেপ করেছে। এরমধ্যে ৫২টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো গত শুক্রবার বলেছেন, চলতি মাসে ১৩টি হামলা হয়েছে।

এক টেলিগ্রাম বার্তায় তিনি বলেন, রাশিয়া আবারও কিয়েভে বিমান হামলা চালিয়েছে। ব্যাপক আকারে হামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.