The news is by your side.

টেকনাফে বজ্রপাতে ২ জনের মৃত্যু

0 180

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে বাহারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাহারছড়া ইউনিয়নের হাজম পাড়া সোনালীর ছেলে রহমত উল্লাহ (৩৪) ও একই ইউনিয়নের বাইন্যা পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।

বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জানান, বেলা ১১ টার দিকে বজ্রপাতে দুইজন মারা যায় ।

স্থানীয়রা জানায়, বুধবার বেলা ১১টার দিকে রহমত উল্লাহ পানের বরজে কাজ করতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

অন্যদিকে বাহারছড়া ইউনিয়নের বাইন্যা পাড়ার বাসিন্দা মুজিব উল্লাহ জানিয়েছেন, সকাল ১০টার দিকে সাগর পাড়ে ঘুরতে যায় নুরুল ইসলামের ছেলে ধইল্যা। এ সময় বজ্রপাতে দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, বজ্রপাতে মারা যাওয়া দুজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.