২৩ বছরে পা দিলেন সুহানা খান । বিশেষ এই দিনে, তাঁকে শুভেচ্ছা, ভালবাসায় ভরালেন ‘বাদশা’ শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট রিল শেয়ার করে শাহরুখের সুহানার প্রতি অভিনব বার্তা।
শাহরুখ লিখেছেন, ‘আজ দিনটা তোমার খুশি থাকার। আজ, কাল এবং প্রতিদিন। অনেক ভালবাসা তোমায়।’ উত্তরে সুহানা লেখেন, ‘তোমায় সবচেয়ে বেশি ভালবাসি’। বর্তমানে বিনোদন দুনিয়ায় পা রেখেছেন সুহানা।
বিদেশে পড়াশোনা করেছেন সুহানা। থিয়েটার করেন সুহানা, ‘দ্য আর্চিজ’ ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে। আজ শাহরুখ যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, স্কেটিং করছেন সুহানা।
খোলা চুলে, সুহানা যেন পাখি। সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই মিষ্টি ভিডিওটি বেশ মনেও ধরেছে নেটিজেনদের। এই পোস্টে উপচে পড়েছে শুভেচ্ছাবার্তাও।
শাহরুখ চিরকালই নিজের ও পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে ভালবাসেন। বক্সঅফিসে তাঁর একের পর এক অসফলতা ভুলিয়ে দিয়েছে ‘পাঠান’।
এই ছবির সাংবাদিক সম্মেলন এসে শাহরুখ বলেছিলেন, ‘যখন লকডাউনে সমস্ত কাজ বন্ধ হয়ে গেল, আমি ধীরে ধীরে থামার সুযোগ পেলাম। অতিমারির যেমন কিছু ভাল দিক ছিল, তেমনই ছিল খারাপ দিকও।
২ বছর কাজ করিনি। বাড়ির ছোটদের সঙ্গে সময় কাটিয়েছি। আমার চোখের সামনে আরিয়ান, সুহানা, আব্রাম বড় হয়েছে.. বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছে। এই সবের সাক্ষী থেকেছি।’
শাহরুখ আরও বলেন, ‘আমার শেষ ছবি জিরো যখন মানুষের পছন্দ হল না, আমার মাথায় একটা অন্য চিন্তা এল। মানুষের হাবভাব দেখে আমার মনে হয়েছিল, হয়তো আর কখনও আমার ছবি ব্যবসা করতে পারবে না।