অভিনয়ের পাশাপাশি টুকটাক সহকারী পরিচালনার কাজও করেছেন অর্চিতা স্পর্শিয়া। এবার সরকারি অনুদানের ছবি ‘দাওয়াল’-এর ক্রিয়েটিভ টিমে কাজ করেছেন তিনি। জুনে আসছে তাঁর অভিনীত সিনেমা ‘ফিরে দেখা’।
‘দাওয়াল’ কবে আসছে?
এই সপ্তাহেই দাওয়াল সিনেমার দৃশ্যধারণ শেষ হয়েছে। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করছেন পিকলু চৌধুরী। ক্রিয়েটিভ কোম্পানির এক্সিকিউটিভ হিসেবে আছি। ক্রিয়েটিভ কোম্পানি থেকেই কাজটি হয়েছে। ছবিটি ডিসেম্বর মাসে মুক্তির পরিকল্পনা রয়েছে।
ক্যারিয়ারের শুরুতেও তো সহকারী পরিচালকের কাজ করেছেন!
নির্মাতা পিপলু আর খান ও আদনান আল রাজীবের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। আমি পড়াশোনাও করেছি চলচ্চিত্র নিয়ে। মাঝখানে আমার নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান ছিল, মহামারির মধ্যে বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি প্রজেক্টে ক্যামেরার পেছনে কাজ করেছি, তবে সেভাবে জানানো হয়নি।
পরিচালনা নিয়ে কোনো পরিকল্পনা আছে?
পরিচালনায় আসব কি না—জানি না। সামনে প্রযোজক হিসেবে কাজ করতে পারি। তবে আপাতত পরিচালনায় আসার কোনো পরিকল্পনা নেই।
ঈদে ওয়েব সিনেমা ‘এখানে নোঙর’ ও ওয়েব সিরিজ ‘ওপেন কিচেন’–এ অভিনয় করেছেন। দর্শক হিসেবে কাজগুলো কেমন লেগেছে?
একটা ফিকশন ঘরানার, আরেকটা থ্রিলার গল্প। দুটোই বাণিজ্যিক কাজ, ভালো সাড়া পেয়েছি। জুন মাসে আমার আরেকটা সিনেমা ফিরে দেখা আসবে। গরম কমলে নতুন সিনেমার কাজ শুরু হবে।