The news is by your side.

বাখমুতের ‘পতন’, রুশ যোদ্ধাদের অভিনন্দন পুতিনের

0 74

বাখমুত পুরোপুরি দখলে নেওয়ায় রাশিয়ার সশস্ত্র বাহিনী এবং ভাড়াটে ওয়াগনার গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যারা দীর্ঘ লড়াইয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তাদের পুরস্কৃত করারও ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে শহরটি এখন থেকে রাশিয়ার বলে শনিবার দাবি করেন ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন।

তবে পূর্ব ইউক্রেনের বাখমুতে এখনও রুশ বাহিনীর সঙ্গে লড়াইয়ের দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। কিন্তু রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও শনিবার শহরটিতে নিজেদের বিজয়ের ঘোষণা দিয়েছে। রণক্ষেত্রের সবশেষ কী পরিস্থিতি তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সিএনএন।

ক্রেমলিনের বরাতে রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সি জানিয়েছে, আর্টেমভস্ক (বাখমুতের সোভিয়েত রাশিয়ার নাম) মুক্ত করে অভিযান সমাপ্তি ঘোষণায় ওয়াগনার ও রাশিয়ার সশস্ত্র ইউনিটকে অভিনন্দন জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। শুধু তাই নয়, সেখানকার সব যোদ্ধাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।

বাখমুত নিয়ন্ত্রণে নিতে গত ৯ মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে লিপ্ত থাকার মধ্যেই এই খবর এলো। তবে ইউক্রেন ওয়াগনারের দাবি অস্বীকার করে বলেছে, পরিস্থিতি জটিল এবং লড়াই চলছে। ইউক্রেনের যৌথ বাহিনীর মুখপাত্র সেরহি চেরেভাতি সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেছেন, ‘এই খবর সত্য নয়। শহরে যুদ্ধ চলছে।’

Leave A Reply

Your email address will not be published.