শাহরুখপুত্র আরিয়ান খানও বলিউডের দিকে ঝুঁকছেন। অভিনয় নয় পরিচালনা দিয়েই বলিউডে হাতেখড়ি হচ্ছে তার। তিনি যে ওয়েব সিরিজ পরিচালনা করবেন সে খবর আগেই জানা গেছে।
নতুন খবর হচ্ছে আরিয়ানের সিই ওয়েব সিরিজে যেখানে দেখা যাবে শাহরুখ খান ও রণবীর সিংকে। তবে ক্যামিও চরিত্রে।
আগামী ২৭ মে থেকে শুরু হবে ওয়েব সিরিজ শুটিংয়ের কাজ। ৬ এপিসোডে ভাগ করা থাকবে এই সিরিজ। শাহরুখ ও রণবীর দুজনকেই দেখা যাবে দুই এলাদা এপিসোডে। ছোট ছোট চরিত্রে। তবে দুজনেই বেজায় উৎসাহী জুনিয়ার খানের জন্য কাজ করায়। আরিয়ান বরাবরই তাঁর পরিচালনার কাজেই মন দিতে চেয়েছিলেন। এবার তাঁর স্বপ্নপূরণের পালা। আরিয়ান নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁর স্ক্রিপ্ট তৈরির কাজ।
আরিয়ান সম্পর্কে নেটিজেনদের এবার তারই উত্তর মিলল। সুহানা খান ইতোমধ্যেই অভিনয়ে হাতেখড়ি করেছেন। তবে শত চেষ্টাতেও আরিয়ান খানকে বলিউডে ডেবিউ করাতে পারেননি কেউ। কারণ তিনি প্রথম থেকেই স্থির করেছিলেন যে তিনি অভিনয় করবেন না, ক্যামেরার পিছনে কাজ করতে চান।