The news is by your side.

সৃজিতের পরিচালনায় আসছে নতুন ব্যোমকেশ

0 131

এবার ওটিটি প্ল্যাটফর্মের জন্য ব্যোমকেশ নির্মাণ করবেন সৃজিত মুখার্জি। দীর্ঘদিন দিনে ধরেই ওটিটিতে নাম ভূমিকায় ছিলেন অনির্বাণ ভট্টাচার্য। এবার এর পরিচালনার দায়িত্ব পালন করবেন সৃজিত।

ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, সিরিজে অজিত ও সত্যবতীর চরিত্রে অভিনয় করবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-সোহিনী সরকার। এর আগেও পর্দায় সত্যবতীর চরিত্র আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

ইতোমধ্যেই সত্যবতী হিসেবে তার একটি জায়গা তৈরি হয়েছে দর্শকদের মাঝে, সেই কথা ভেবেই সোহিনীকে এই চরিত্রে বেছে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে উত্তরপ্রদেশে সৃজিতের ব্যোমকেশ ইউনিটের আউটডোর শ্যুটিং শুরু হয়েছে। চলতি মাসের শেষ থেকে রাজ্যের বিভিন্ন অংশে এই সিরিজের আরও কাজ হবে। এরপর কলকাতায় হবে এর বাকি কাজ।

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে সৃজিতের ব্যোমকেশ মুক্তি পাবে বলে জানা গেছে।

Leave A Reply

Your email address will not be published.