The news is by your side.

খোলামেলা দৃশ্যে চুক্তিবদ্ধ কাজল আগারওয়াল, বিনিময়ে কোটি টাকা

0 641

 

 

 

আল্লু অর্জুন। তেলেগু ইন্ড্রাস্ট্রির সফল নায়ক। নিজের ক্যারিয়ারে রয়েছে অসংখ্য ব্যবসাসফল ছবি। আর তার ছবি মানেই যে হিট সেটি আর বলতে হয় না। তাই তার সঙ্গে যেকোন নায়িকাই ‘বিশেষ’ চরিত্রে অভিনয়ে আপত্তি করেন না। যেমনটা করেননি তামিল অভিনেত্রী কাজল আগারওয়ালও।

আল্লু অর্জুন নতুন ছবি ‘আলা ভাইকুন্তাপুরামলো’ নিয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। আর এ ছবিটি প্রযোজনা করছেন আল্লু আর্জুনের বাবার প্রতিষ্ঠান গীতা আর্টস। সিনেমাটির একটি বিশেষ চমক হিসেবে হাজির হতে যাচ্ছেন দক্ষিণী নায়িকা কাজল। চমকটি হলো একটি আইটেম গান। আর এই গানটির জন্য খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে।

গানটিতে চুক্তিবদ্ধ করা হয়েছে কাজল আগারওয়ালকে। এজন্য আল্লু আর্জুনকে গুণতে হবে এক কোটি টাকা। তেলেগু ভাষার অ্যাকশন ঘরানার এ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন জয়রাম, রাজেন্দ্র প্রসাদ, নীবিথা পিথুরাজ, টাবু, সুনীল, মুরালি শর্মা, রাও রমেশ প্রমুখ। ২০২০ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

 

Leave A Reply

Your email address will not be published.