The news is by your side.

ইউক্রেনে ‘কঠিন’ অভিযান চলছে:  দিমিত্রি পেসকভ

0 99

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ‘বেশ কঠিন’ হলেও তা অব্যাহত থাকবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানায়।

পেসকভ বলেন, রাশিয়া সফলতার সঙ্গে ইউক্রেনের সামরিক শক্তির মারাত্মক ক্ষতিসাধন করতে পেরেছে এবং এই কাজ অব্যাহত থাকবে।

পেসকভ আরও বলেন,‘বিশেষ এই সামরিক অভিযান চলবে। এটা বেশ কঠিন অভিযান, অবশ্য এতে এক বছরে সুনির্দিষ্ট কিছু লক্ষ্যও অর্জিত হয়েছে।’

‘আমরা ইউক্রেনের সামরিক শক্তিকে অনেকখানি দমাতে পেরেছি, এই কাজ অব্যাহত থাকবে।’ বলেন ক্রেমলিনের মুখপাত্র। রাশিয়া ইউক্রেনজুড়ে দেশটির সামরিক স্থাপনা লক্ষ্য করে অগণিত ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও জানিয়েছেন তিনি।

রাশিয়ার এ ক্ষেপণাস্ত্রগুলো মূলত বেসামরিক স্থাপনায়ই আঘাত হানছে বলে অভিযোগ কিয়েভের। মস্কো শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল ব্রাইয়ানস্কের একটি তেলের ডিপোতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে বলে বৃহস্পতিবার স্থানীয় গভর্নর আলেকজান্দার বোগোমাজ তার টেলিগ্রাম চ্যানেলের এক পোস্টে অভিযোগ করেছেন। এতে একটি স্টোরেজ ট্যাংক আংশিক ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, দীর্ঘ প্রতিক্ষিত বসন্তকালীন পাল্টা-আক্রমণ চালানোর প্রস্তুতির জন্য তার দেশের আরও সময় দরকার।

তিনি বলেন, ‘আমরা এগিয়ে যেতে পারি এবং সফল হতে পারি। কিন্তু আমাদের অনেক লোক হারাতে হতে পারে। আমি এটিকে অগ্রহণযোগ্য বলে মনে করি। তাই আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আর একটু বেশি সময় প্রয়োজন।’

 

 

Leave A Reply

Your email address will not be published.