অবশেষে মুক্তি পেল পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’অবলম্বনে নির্মিত বহু চর্চিত ছবি ‘আদিপুরুষ’-এর ট্রেলার। মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে গতকাল মঙ্গলবার আড়ম্বর আয়োজনে মুক্তি পেল ছবির ট্রেলার।
‘আদিপুরুষ’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাস, কৃতি শ্যানন, পরিচালক ওম রাউত, ভূষণ কুমারসহ আরও অনেকে। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে কৃতি বলেন, ‘এর আগে অনেক ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসেছি আমি। কিন্তু আজ অন্য রকম অনুভূতি। আজ আমি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছি।
এখন ট্রেলার দেখার সময় আমার গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছিল। এটা শুধু একটা ছবি নয়, তার চেয়েও বড় এটা। ছবিটি বানানোর সময় আমাদের সবার এ রকম অনুভূতি হয়েছিল। আর আমি এর জন্য ওমকে (পরিচালক) ধন্যবাদ জানাতে চাই।
কারণ, তিনি আমাকে “জানকী”–র যোগ্য ভেবেছিলেন। তাঁর বিশ্বাস ছিল যে আমি “জানকী”-র চরিত্র বাস্তবায়িত করতে পারব। খুব কম অভিনেতাই আছেন, যিনি তাঁর অভিনয়জীবনে এমন এক চরিত্র মেলে ধরার সুযোগ পান। আর তাই আমি সবার আগে নিজেকে আশীর্বাদধন্য মনে করি।’ তিনি আরও বলেন, ‘আমি পুরো শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে চরিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্য শ্রদ্ধার জায়গাটা আমার আগেই ছিল। এই চরিত্রে অভিনয় করতে করতে আমি আরও বেশি শ্রদ্ধাশীল হয়ে পড়েছি।
চরিত্রটাকে আরও গভীরভাবে অনুভব করতে পেরেছি। পবিত্র আত্মা, ভালোবাসাভরা হৃদয় আর কঠিন মনন নিয়ে “জানকী”। “জানকী”-র মধ্যে ভালোবাসা, স্নেহ, মমতা ভরপুর আছে, কিন্তু তিনি অকুতোভয়।’
এর আগে ‘আদিপুরুষ’ ছবির টিজার মুক্তির পর থেকে আলোচনা- সমালোচনা শুরু হয়। নেট দুনিয়ায় রীতিমতো তুলাধোনা করা হয়েছে ছবির পরিচালক ওম রাউতকে। বিশেষ করে এই ছবির ভিএফএক্স নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে। সব ঝড়ঝাপটা সামলে অবশেষে ‘আদিপুরুষ’ আগামী ১৬ জুন মুক্তি পাচ্ছে।
ওম রাউত পরিচালিত এই ছবিতে প্রভু রামের চরিত্রে দেখা যাবে দক্ষিণি সুপারস্টার প্রভাসকে। জানকীরূপে আসবেন বলিউড নায়িকা কৃতি শ্যানন। আর রাবণের চরিত্রে আছেন বলিউড তারকা সাইফ আলী খান।