The news is by your side.

জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত নেবে দল:  ওবায়দুল কাদের

0 179

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার চালানোর যে অভিযোগ উঠেছে সেখানকার বরখাস্ত মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে, সে বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রাজধানীর একটি হোটেলে বিদ্যুৎ–চালিত যানের কর্মশালায় যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গাজীপুরের সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম নিজে প্রার্থী হন এবং তাঁর মা জায়েদা খাতুনকে প্রার্থী করেন। কিন্তু ঋণখেলাপি হওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলমের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তিনি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু হাইকোর্টেও তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।

জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনের প্রার্থিতা বহাল রয়েছে। জাহাঙ্গীর আলম প্রার্থিতা ফিরে না পেয়ে তাঁর মায়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তিনি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন বলে উভিযোগ উঠেছে।

এমন পটভূমিতে জাহাঙ্গীর আলমের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘দলে ব্যবস্থার কোনো সিদ্ধান্ত না হলে আমি কিছু বলতে পারব না। তিনি (জাহাঙ্গীর আলম) আওয়ামী লীগের মেয়র ছিলেন। কিন্তু তাঁর মা আওয়ামী লীগের কোনো দলীয় পদে ছিলেন না। তিনি আওয়ামী লীগ হলেও তাঁর মা আওয়ামী লীগ নন। এর ফলে বিষয়টি ভিন্ন।’

ওবায়দুল কাদের বলেন, ‘জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ করতেন। তিনি আওয়ামী লীগে ছিলেন। আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছেন। কিন্তু তাঁর মা প্রকাশ্যে কখনো আওয়ামী লীগ করেছেন, এটা তো আমাদের জানা নেই। কাজেই তাঁকে বিরত রাখা আমাদের বিষয় নয়।’

Leave A Reply

Your email address will not be published.