সামলাতে পারেননি এক অনুরাগিনী। রীতিমতো হাত ধরে টানাটানি। তার থেকেই ভাল রকম চোট পেলেন ‘দিলওয়ালে’ গায়ক। চোট এতটাই বেশি যে তাঁর হাত কাঁপছিল। মঞ্চেই ক্রেপ ব্যান্ডেজ বাঁধতে হয়েছে। কিন্তু অরিজিৎ সিং তো অরিজিৎ সিং-ই। তিনি তার পরেও অনুষ্ঠান বন্ধ করেননি। অনুরাগিনীর সঙ্গে তাঁর অশালীন আচরণ নিয়ে কথাও বলেছেন!
ঔরঙ্গাবাদারে শম্ভাজি নগরে রবিবার সন্ধে জমজমাট। বাংলা, হিন্দি গানের এই মুহূর্তের অন্যতম নাম অরিজিৎ সিং আসছেন। বিকেল থেকেই কানায় কানায় পূর্ণ অনুষ্ঠানের চত্বর। সন্ধে নেমেছে। মঞ্চে শিল্পী। তাঁকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস, উল্লাস বরাবরের মতোই বাঁধভাঙা। সেখানেই হঠাৎ বিপত্তি। গাইতে গাইতে শিল্পী মঞ্চের একেবারে প্রান্তে চলে আসেন। ব্যস, তাঁর হাত ধরে প্রবল আকর্ষণ এক মহিলা ভক্তের।
সম্ভবত তিনিও বুঝতে পারেননি, তাঁর ভালবাসা ‘অত্যাচার’ হয়ে উঠবে! এদিকে অরিজিৎ ততক্ষণে আহত। মঞ্চেই প্রাথমিক শুশ্রূষা চলেছে। হাতে ব্যাণ্ডেজ করতে হয়েছে। তাঁর হাত কাঁপছে থরথরিয়ে। সে সব সামলে অরিজিৎ মুখোমুখো হন অনুরাগীর।
নরম গলায় ভদ্র ভাবে জানতে চান, ‘‘কেন আমার সঙ্গে এই ব্যবহার করলেন?’’ এ-ও বলেন, ‘‘এ ভাবে হাত ধরে টানলেন। চোট পেয়ে আর হাত নাড়াতে পারছি না। এটা বুঝতে পারলেন না, যদি গাইতে না পারি, তা হলে আপনারাও আর অনুষ্ঠান উপভোগ করতে পারবেন না!’’ বাকি দর্শক-শ্রোতারা ততক্ষণে হইহই করে উঠেছেন। যদিও শিল্পী তাঁর অনুষ্ঠান বন্ধ করেননি। এবং অভিযুক্ত নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চান। অরিজিৎ কথা দেন, তিনি গাইতে গাইতে সবার কাছে যাবেন।