The news is by your side.

আমি স্বাধীনচেতা একটা মেয়ে: অভিনেত্রী সাদিয়া আয়মান

0 123

সাদিয়া আয়মান। চার বছরের ক্যারিয়ারে ইউটিউব বা ডিজিটাল কন্টেন্টে নিজের সাবলীল অভিনয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। ইতোমধ্যে বেশ কয়েকটি নাটকে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া।

অভিনেত্রীর ক্যারিয়ারে টার্নিং হলেন শিহাব শাহীন ও গিয়াস উদ্দিন সেলিম। প্রথমে গিয়াস উদ্দিনের আলোচিত চলচ্চিত্র ‘কাজলরেখা’য় কাস্ট হওয়ার পর অনেকেই অবাক হন।

সবার মনেই প্রশ্ন উঁকি দেয়, কে এই মেয়ে সাদিয়া?  শিহাব শাহিনের ‘মায়াশালিক’ নাটকেই নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করেন এই অভিনেত্রী। অপূর্বর সঙ্গে তার স্ক্রিন রোমান্স রীতিমতো নজর কাড়ে দর্শকদের।

সাদিয়া বলেন, আমি সবসময় আমার কর্মে বিশ্বাস করি। খুব ছোটবেলা থেকেই আমি স্বাধীনচেতা একটা মেয়ে। মূলত নিজের আত্মবিশ্বাসটাই আমার সব। তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে অনেকের কাছেই আমি প্রতিনিয়ত শিখছি। ভবিষ্যতে অনেকদূর যাওয়ার স্বপ্ন নিয়েই ভালো কিছু কাজ করে যেতে চাই।

‘মায়াশালিক’ খ্যাত অভিনেত্রী আরও বলেন, সেলিম ভাই এবং শিহাব শাহিন ভাই দুজনের প্রতিই আমি ভীষণ কৃতজ্ঞ। কারণ, তারাই আমার মেন্টর। বাকিটা দর্শকদের ভালোবাসা।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নিরীক্ষাধর্মী চলচ্চিত্র ‘কাজলরেখা’য় এক অন্য সাদিয়া হিসেবে প্রকাশিত হবেন বলে জানা গেছে।

সাদিয়া বরিশালের মেয়ে। ঢাকায় পড়াশোনার সুবাদেই কাজে আসা এবং একই সঙ্গে নিজের শখের বশেই ছবি জমা দিতে গিয়েই আটকে যান এই শোবিজের জগতে।

Leave A Reply

Your email address will not be published.