The news is by your side.

নতুন সড়ক আইন কার্যকরে  বাড়াবাড়ি না করার নির্দেশ

0 701

 

 

 

নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে যেন কোনো প্রকার বাড়াবাড়ি না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, নতুন সড়ক আইন কার্যকরে কোনো ধরনের বাড়াবাড়ি না করতে নির্দেশ দেয়া হয়েছে। সবাই নিয়ম মত সড়কে গাড়ি চালাবেন, কোনো সমস্যা হবে না।

পরিবহন মালিক-শ্রমিকদের নতুন আইন মেনে চলার অনুরোধ জানিয়ে মন্ত্রী কোনো প্রকার ধর্মঘট, বন্‌ধ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।

আজ থেকে নতুন সড়ক আইন প্রয়োগ হয়েছে। এই আইনের কয়েকটি ধারায় আপত্তি পরিবহণ মালিকদের। এই আইন কার্যকরের প্রতিবাদে দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন পরিবহণ শ্রমিকরা। কোনো কোনো জায়গায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন তারা।

 

Leave A Reply

Your email address will not be published.